স্টাফ রিপোর্টার>>>>
ফেনীর দাগনভুঞাঁ ১নংসিন্দুরপুর ইউনিয়ন মাছিমপুর এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। দাগনভুঞাঁ উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের মাছিমপুর ঈদগা দোকান ঘরের একটু পশ্চিম দিক থেকে ইউছুফ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে, কোরাইশমুনসী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হোসেন।
তিনি জানান মাছিমপুর ঈদগা সড়কের পাসে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে তার পকেটে একটি সার্ভিস আইডি কার্ড পাওয়া গেছে বলে জানান তিনি। বিশেষ একটি সূত্রে জানা যায় তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।