আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি না পেয়ে সড়কেই প্রাণ গেল নারীর

আপডেট : জুন, ২৫, ২০২০, ৮:৫৮ পূর্বাহ্ণ

অফিস ডেস্ক>>>

শরীরে জ্বর নিয়ে দুই দিনেও শহরের কোন হাসপাতালে স্থান পাননি সালমা খাতুন (৬৭)।অবশেষে বুধবার দুপুরে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ছেলে ও জামাতার সামনেই প্রাণ গেল তার।ছেলে কামাল উদ্দিন জানান,জ্বর থাকায় করোনা ভাইরাস সন্দেহে কোন বেসরকারী হাসপাতালেই তাকে ভর্তি নেয়নি।

তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাদশা মিয়াজী বাড়ীর সফিউল্লাহর স্ত্রী।

কামাল উদ্দিন আরও জানান,গত ক’দিন ধরে তার মা প্রচন্ড জ্বরে ভুগছিলেন । সোমবার সকালে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি করান।কিন্তু দুপুর দুইটা পর্যন্ত তাকে কোন চিকিৎসা না দেয়ায় বিকালে স্বজনরা সেখান থেকে নিয়ে যান।এরপর তাকে একে একে শহরের আলকেমি হাসপাতাল,আল-বারাকা হাসপাতাল,কার্ডিয়াক হাসপাতাল,মেডিনোভা হাসপাতাল, ইবনে হাসমান হাসপাতালে ভর্তি করাতে চাইলেও কেউ ভর্তি করাতে রাজি হননি। নিরুপায় হয়ে সন্ধ্যায় তাকে বাড়ি নিয়ে যান।

বুধবার ফের হাসপাতালের উদ্দেশ্যে তাকে সিএনজি অটোরিক্সায় নিয়ে শহরে আসেন ছেলে কামাল উদ্দিন ও জামাতা নজরুল ইসলাম।তারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি করাতে কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। এবারও ভর্তি করাতে ব্যর্থ হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে সিএনজি অটোরিক্সায় তাকে রেখে ছেলে ও জামাতা মিলে পরামর্শ করছিলেন।এসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন হতভাগ্য বৃদ্ধা।

error: Content is protected !!