স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
বর্তমান করোনায় অচল পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান ভবনের ভাড়া মওকুপ ও শিক্ষকদের প্রণোদনা প্রদান সরকার কর্তৃক ৭ দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফেনী জেলা বেসরকারী মাদ্রাসা এসোসিয়েশন। ৬ জুলাই সোমবার ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ কুটুমবাড়ী রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবী গুলো তুলে ধরেন এসোসিয়েশনের সভাপতি মাওলানা নুরুল করিম। তিনি জানান, চলমান আবদ্ধ পরিস্থিতিতে আজ বেসরকারী মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সরকার নানা খাতে প্রণোদনার ব্যবস্থা করলেও দ্বীন ও ধর্মের শিক্ষা দানকারী মাদ্রাসা গুলো সহযোগিতা বঞ্চিত হচ্ছে।
এ সময় তিনি করোনা পরিস্থিতির ধস ঠেকাতে সরকারের প্রতি ৭ দফা দাবি তুলে ধরেন। দাবি গুলো হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত মাদ্রাসা সমূহের বাসা ভাড়া বাতিল করা, শিক্ষকদের মাসিক ভাতার ব্যবস্থা করা, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের বিকল্প পেশার ব্যবস্থা করা, দ্রুত প্রতিষ্ঠান চালুর অনুমতি দেয়া, বিনামূল্যে হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা, প্রাইভেট মাদ্রাসা উন্নয়নে সরকারী বরাদ্ধ দেয়া ও মহামারী থেকে রক্ষা পেতে হেফজ বিভাগ খুলে কোরআন তেলাওয়াত চালুর অনুমোদন দেয়া।
এ সময় এসোসিয়েশনের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটার মাওলানা জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান হাসিব, দপ্তর সম্পাদক মোসলিম উদ্দিনসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ফেনীতে তাদের এসোসিয়েশনের সদস্যভূক্ত ৫০টি মাদ্রাসায় অন্তত ৫শ শিক্ষক ও ৮ হাজার শিক্ষার্থী রয়েছে। চলমান পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্বারক লিপি প্রদান করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।