আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দীর্ঘ ২৫ দিন ধরে করোনার সাথে লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন ফেনীর সিভিল সার্জন

আপডেট : জুলাই, ৭, ২০২০, ৭:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার>>> আবু জামিল

করোনার সাথে লড়াই করে ২৫ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন মৃত্যুবরণ করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহে রাজিউন)।মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার আসগর আলী হাসপাতালের আই সি ইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডাঃ শাহেদুল ইসলাম কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৪ জুন ( রবিবার)করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ জুন) পরিবারের সিদ্ধান্তে সিভিল সার্জনকে ঢাকায় প্রেরণ করা হয়।

এর আগে গত ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন এর নমুনা পজিটিভ আসে।

তার মৃত্যুতে জেলা স্বাস্থ্য বিভাগে নেমে এসেছে শোকের ছায়া।নিহত ডাক্তার সাজ্জাদ হোসেন ফেনী লেমুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের দেওয়ানজী বাড়ির মৃত মাহবুবুল হকের ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

error: Content is protected !!