অফিস ডেস্ক:
নিজ গ্রামের বাড়ি ফেনী সদরের লেমুয়ায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন।
বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনীর লাশ দাফন টিম ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তার দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
জানাজায় ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা,ইফার ফেনী জেলা ডিজি মঞ্জুরুল আলম মজুমদার, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলা উদ্দিন আলাল,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া ও লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন নাসিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।