
অফিস ডেস্ক>>>
ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ড দাউদপুল আরামবাগ এলাকায় বঙ্গবন্ধু পরিষদ এর নির্মাণাধীন একটি অফিসে বৃহস্পতিবার ৯ জুলাই সকালে ভাংচুর চালায় বলে অভিযোগ করেন নির্মাণের সাথে যুক্ত কয়েকজন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার কর্মচারীরা কোন কিছু না বলে এটি ভাংচুর করে। অপরদিকে আরেকটি পক্ষ জানায়-বঙ্গবন্ধু অফিসটি নির্মানাধীন দেখে এটাকে বাঁধা গ্রস্থ করার জন্য দৃবৃত্ত্বরা হামলা চালায়।
তবে অফিসটির দায়িত্বে থাকা স্থানীয় মনজুরুল ইসলাম জানান, সকালে পৌরসভার সুইপাররা এসে কোন কিছু না বলে ভাংচুর করে চলে যায়। যেখানে পৌরসভার কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলো না। এ বিষয়ে জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন ফেনী জানান, সরকারি জায়গা দখল করার অভিযোগে পৌরসভা ওখানে উচ্ছেদ অভিযান চালায়।