
স্টাফ রিপোর্টার>>>>
সোনাগাজীর চরচান্দিয়ায় দু’জন ডাকাত দলের সদস্যকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে আটক করে। এলাকাবাসীর সহায়তায় বুধবার দুপুরে ইউনিয়নের উপকূলীয় সাহেবেরঘাট ব্রীজ এলাকা থেকে দুজন ডাকাতকে পুলিশে সোপর্দ করে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।
এই দুইজন ডাকাত হলেন, ১১ টি মামলার ৬টি পরোয়ানাভুক্ত আসামী শেখ ফরিদ(৪০), ২টি মামলার পরোয়ানাভুক্ত আসামী ইমাম হোসেন(২৮)।
শেখ ফরিদ চরচান্দিয়া ইউনিয়নের উলানি মোস্তফার ছেলে ও ইমাম হোসেন একই ইউনিয়ের মিস্ত্রি বাড়ীর মোশারফ হোসেন মানিকের ছেলে।
এলাকাবাসী জানায়, ফরিদ ও ইমাম এলাকার চিহৃিত ডাকাত। গত কিছুদিন ধরে তারা এলাকায় অবস্থান করে লোকজনকে নানা রকম হুমকি ধামকি দিয়ে আসছিল
পুলিশ কয়েকবার অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বুধবার দুপুরে তাদের অবস্থান জানতে পেরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে স্থায়ীয় ইউপি চেয়ারম্যান মিলনকে খবর দেয়। চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে ফরিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে জনতার সহায়তায় আটক করা হয়।
এব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গ্রেফতাতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরিদের বিরুদ্ধে চুরি ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে।