আজ

  • বুধবার
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীর সোনাগাজীতে হত্যা মামলার পলাতক আসামি সাঈদ আনেয়ার কে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭

আপডেট : জুলাই, ২০, ২০২০, ৪:২৯ অপরাহ্ণ

সালাহ উদ্দিন মজুমদার>>>

ফেনীর সোনাগাজীতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা মামলার পলাতক আসামি সাঈদ আনোয়ার প্রকাশ আনোয়ার হোসেন (২৮) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প সদস্যরা। রবিবার রাতে সোনাগাজী বাজারের জিরো পয়েন্ট থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে আমিরাবাদ ইউনিয়নের তিন বাড়িয়া গ্রামের মো. হানিফের ছেলে।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার এ এসপি নুরুজজামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব -৭ এর সদস্যরা অভিযান পরিচালনা করে সোনাগাজী জিরো পয়েন্টে। এ সময় দলীয় অফিসের সামনে থেকে ছাত্রলীগ নেতা সাঈদ আনোয়ার প্রকাশ আনোয়ার হোসেন কে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজেদুল ইসলাম জানান, আনোয়ারের বিরুদ্ধে হত্যা, পুলিশের উপর হামলা, ছিনতাই ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

error: Content is protected !!