আজ

  • রবিবার
  • ২৬শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিভিন্ন রকম অনিয়মের অভিযোগে হায়দার ক্লিনিক কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আপডেট : জুলাই, ২৬, ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার>>>আনোয়ার হোসেন

ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় অবস্থিত ডা . হায়দার ক্লিনিক (প্রাঃ) হাসপাতালের ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

শনিবার বিকেলে ২ ঘন্টাব্যাপী উক্ত ক্লিনিকে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে.মােতাছেম বিল্লাহ। এ সময় ১০ বেডের লাইসেন্স নিয়ে ২০ টি বেড ব্যবহার করার অনিয়ম ধরা পড়ে ক্লিনিকটিতে। এছাড়া এখানে অনুমতি ছাড়াই কেমাে থেরাপির নামে ওয়ার্ড খােলা হয়েছে এবং সেখানে কেমাে থেরাপিও দেওয়া হচ্চে। প্রায় ২০ টি বেড পাওয়া গেছে শুধু কেমাে ওয়ার্ডে। ওটি আর প্যাথলজিসহ বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা ভয়াবহ । দীর্ঘ অভিযানে অনুমতির বাইরের বেড , কেমাে ওয়ার্ড , ওটি ও প্যাথলজির সচিত্র পাওয়া যায় । মেডিকেল পর্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ ) অধ্যাদেশ -১৯৮২ এর ৩ ও ৯ ধারা এবং ভােক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৩৯,৫২ ও ৫৩ ধারা লংঘনের অপরাধে ক্লিনিকের মালিককে দুইলক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয় । এছাড়া তাদের লাইসেন্স আর নবায়ন না করে বাতিলের পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রসিকিউটর মাে.সেলিম চিশতিয়া (এম ও – উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ) কে নির্দেশ দেয়া হয়েছে ।

error: Content is protected !!