স্টাফ রিপোর্টার>>> আনোয়ার হোসেন
মাসুমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা কতৃক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে দাগনভূঞা উপজেলার নামার বাজারে অবৈধভাবে গ্যাস লাইন নিয়ে ব্যবহার করায় গ্যাস আইন ২০১০ অনুযায়ী অভিযক্ত ব্যক্তিকে ১০০০০০ টাকা জরিমানা করা হয় এবং জারীকৃত নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় অভিযক্ত ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান সংক্রান্ত তথ্যঃ
অভিযানঃ ০১ টি
মোবাইল কোর্টঃ ০১ টি
মামলার সংখ্যাঃ ০২টি
দণ্ডিত ব্যক্তির সংখ্যাঃ ০২জন
মোট অর্থদণ্ডঃ ১০১০০০/- টাকা