আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতি ১ কেজি মিষ্টিতে প্যাকেটের ওজনই ১৭০ গ্রাম!

আপডেট : সেপ্টেম্বর, ৮, ২০২০, ৮:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্ট >>>ওমর আলম

আজ ০৭/০৯/২০২০ তারিখ বিকালে বড় বাজারে মোবাইল কোর্টের অভিযানে ধানপট্টির ৪ টি মিষ্টির দোকানকে ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। সরেজমিনে দেখা যায় কম মূল্যে মিষ্টি বিক্রয় করলেও প্রতারণা মূলকভাবে মিষ্টির প্যাকেটের ওজন অত্যাধিক দিয়ে লাভবান হওয়ার অপচেষ্টা চালান। ১ কেজি মিষ্টির এক একটি প্যাকেটের ওজন ১৭০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়। এ অপরাধে ৩ টি দোকানকে ১০,০০০/- টাকা করে এবং একটিকে ১২,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। মিষ্টির প্যাকেটের নিচের ভারী অংশ নষ্ট করে ফেলা হয়। এছাড়া সবজি বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং মাস্ক পরিধান না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
এরপূর্বে ইসলামপুর আবু বক্কর সড়কে পেয়াজ-রসুন-আদার পাইকারী দোকানে অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা এবং বিক্রয়মূল্য যাচাই করা হয়। কমিশন এজেন্টদের ক্রয়মূল্য নিয়মিত লিপিবদ্ধ করে সংরক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। বর্তমানে পেয়াজ ৩৭-৩৮ টাকা দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গত দুইদিনের চেয়ে পেয়াজের মূল্য কমে এসেছে এবং আশা করা যায় নিয়মিত মনিটরিং এর ফলে মূল্য আরও কমে আসবে। এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার হারুন অর রশিদ। অভিযানে জেলা পুলিশ, ফেনী এর একটি দল সহায়তা প্রদান করে।

মোবাইল অভিযান: ০১ টি,মোবাইল কোর্ট: ০১ টি
মামলা: ৫ টি,আইন: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৩৮ ধারা, দন্ড: ৪২৫০০/- টাকা অর্থদণ্ড দন্ডিত ব্যক্তি: ৫ জন

error: Content is protected !!