
স্টাফ রিপোর্টার>>> আনোয়ার হোসেন
ফেনীর সোনাগাজী সমুদ্র অঞ্চলে প্রস্তাবিত নৌ-বন্দর এলাকা পরিদর্শন করেছেন সমীক্ষা দলের প্রধান মোহাম্মদ শাহাজাহান। তিনি আভ্যন্থরিন নৌ-পরিবহন অধিদপ্তরের পরিচালক। তিনি বঙ্গোপসাগর তীর এবং চর দরবেশ ও চর ছান্দিয়ায় জেগে উঠা চরাঞ্চল ঘুরে দেখেন । নৌ-বন্দর উপযোগী স্থান উল্লেখ করে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, প্রস্তাবিত ৩টি অঞ্চলের মধ্যে সোনাগাজী এলাকায় নৌ-বন্দর করা যেতে পারে। গতকাল সোমবার সকালে পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, ইউপি চেয়ারম্যান জহিরুল আলম ও মোশারফ হোসেন প্রমূখ।