অফিস ডেস্ক>>>>
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে গৃহহীন মোহছেনা সুলতানা খুশিতে কেঁদেই ফেললেন। দাগনভূঞা পৌরসভার ২নং ওয়ার্ড আজিজ ফাজিলপুর গ্রামের গৃহহীন এই গৃহবধূ প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে এমন একটি ঘর পাবেন স্বপ্নেও ভাবেননি। স্বামী নুরুল আবছার পেশায় একজন গাড়ি চালক। তাদের সংসারে রয়েছে তিন মেয়ে। বহু কষ্টে ধারদেনা করে তিন মেয়েকে পাত্রস্থ করতে পারলেও ভাঙ্গাচোরা ঘরটি মেরামত করার বা নতুন একটি ঘর নির্মাণ করার মতো সামর্থ্য হয়ে ওঠেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের বিনামূল্যে ঘর নির্মাণ করে দিচ্ছেন, এমন খবর পেয়ে তারা দ্বারস্থ হন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত প্রতিবেশি প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম সেলিমের। তাঁর সহযোগিতায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘জায়গা আছে, ঘর নেই’ এমন প্রকল্পের আওতায় এক লাখ ২০ হাজার টাকা ব্যয়ে একটি সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার নবনির্মিত এই ঘরের চাবি শনিবার সকালে গৃহহীন মোহছেনা সুলতানা ও তার স্বামী নুরুল আবছারের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর কর্মকর্তা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম সেলিম।
উপস্থিত ছিলেন দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, সাংবাদিক নাছির উদ্দিন আজাদ।