আজ

  • মঙ্গলবার
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলগাজীতে ফেনসিডিলসহ এক যুবক গ্রেপ্তার

আপডেট : অক্টোবর, ১০, ২০২০, ১:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার>>>>

ফেনীর ফুলগাজীতে ফেনসিডিলসহ একযুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম কাজী ইমাম হোসেন (৩০)। সে পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের বাসিন্দা। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে ফুলগাজী সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ফুলগাজী সদর বাজারের উত্তর পার্শ্বে ফেনী-পরশুরাম সড়কের বক্সমুহম্মদ সড়কের মাথায় গাড়ীর জন্য অপেক্ষা করেছিলেন। এসম পুলিশের উপস্থিতি টেরপেয়ে একজন পালিয়ে গেলেও পুলিশ ইমাম হোসেনক গ্রেপ্তার করে। পুলিশ তাঁর হাতে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে পরশুরাম উপজেলা সীমান্তবর্তী এলাকা নরনিয়ার সাইফুলের কাছ থেকে ক্রয় করে ফেনীর বারাহিপুরে বিক্রির জন্য নিচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, সে একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

error: Content is protected !!