
স্টাফ রিপোর্টার>> আনোয়ার হোসেন
ফেনীতে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বার ও প্রাইভেটকার জব্দসহ নুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৭)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে তাকে আটকসহ স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
ফেনী র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, অবৈধ পথে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চেকপোস্ট বসায় র্যাব সদস্যরা। এসময় চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করলে চালক দ্রুত পালাতে গেলে তাকে ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করা হয়। পরে গাড়িটির ভেতরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১শ গ্রাম ওজনে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা।
তিনি জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটক নুরুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। আটক ব্যক্তিকে স্বর্ণ চোরাচালান মামলায় ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।