আজ

  • মঙ্গলবার
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফেনীতে ডাকাতির সরঞ্জাম সহ ৫ ডাকাতকে আটক করেছে ডিবি

আপডেট : ডিসেম্বর, ১৯, ২০২০, ১:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার>>>

ফেনীতে ডাকাতির চেষ্টা কালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার গভীর রাতে শহরের দেওয়ানগন্জ রেলকক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।এসময় ১ টি পিক আপ, ১ টি গ্রিল কাটার মেশিন,দেশীয় তৈরী বেশকটি রাম দা ও ২ টি ছোড়া উদ্ধার হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগন্জ এলাকায় চেক পোষ্ট বসায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় একটি পিকআপ ভ্যানকে তল্লাশি করে ৫ ডাকাতকে আটক করা হয়।পরে তাদের তল্লাশি করে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি জাননা, ডাকাত দলের সদস্যরা বিভিন্নস্থানে টার্গেট করে ডাকাতি সংঘটিত করে।তাদের বিরুদ্ধে এর আগেও চুরি ডাকাতির বেশকটি মামলা রয়েছে।ডাকাতদের ডাকাতি প্রস্তুতি মামলা দেয়ে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

error: Content is protected !!