
স্টাফ রিপোর্টার>>>>ওমর আলম
ফেনী -চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে আমানত শাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৫৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব। ২৭ ডিসেম্বর রোববার সকালে এ অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনীর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েদ জাহিদ জানান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুকৌশলে লুকানো অবস্থায় আসামি মোহাম্মদ তাহের দেহ থেকে পাঁচশত সত্তর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন ওয়ার্ডের আব্দুস সোবাহান ও মাইমুনা খাতুনের ছেলে।
গ্রেফতারকৃত আসামি আবু তাহের জানান,
সে দীর্ঘদিন যাবৎ কৌশলে মাদকদ্রব্য চট্টগ্রাম থেকে ফেনী জেলার বিভিন্নস্থানে সেবনকারীদের মাঝে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৮৫হাজার টাকা।