
ফেনীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক।
স্টাফ রিপোর্টার>>আনোয়ার হোসেন
ফেনীর পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ২ই জানুয়ারী র্যবের বিশেষ অভিযানে রিংকু( ৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান বিদেশি মদ ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র্যব।
র্যবের ৭ ভারপাপ্ত অধিনায়ক জুনায়েদ জাহেদি জানান গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় শিউলি
ভিলা ভবনে বিশেষ অবিযান পরিচালনা করা হয় অভিযান কালে বিল্ডিং ৬স্ট তলা থেকে মদ ও ফেনসিডিলসহ রিংকুকে গ্রেপ্তার করা হয়। সে কিছু দিন এই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ভাড়া নিয়েছে। তার পুরো নাম জিয়াউর রহমান রিংকু, তার পিতা নুরুল আমিন, র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, মাদক পাচারকারী হিসেবে সে দীর্ঘদিন জড়িত রয়েছে। এছাড়া মোহাম্মদ আলী বাজারে ফার্মেসি দোকানের আড়ালে এ ব্যবসা চালিয়ে আসছে আসামী।