আজ

  • মঙ্গলবার
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীর তুলাতলীতে জেলেদের মাছ ধরার বেড় জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : এপ্রিল, ৩০, ২০২১, ১২:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার>>>ওমর আলম

সোনাগাজী পৌরসভার তুলাতলী গ্রামের হত দরিদ্র পিন্টু লাল বালামীর ছেলে শংকর বালামীর মাছ ধরার বেড় জাল বৃহস্পতিবার রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হতদরিদ্র শংকর বালামী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেড় জাল কিনে দশজন দরিদ্র জেলের কর্মের সংস্থা করেন এবং নিজেও তাদের সাথে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
নিজের একটি পুরোনো রিক্সাভ্যানে প্রতিদিনের মতো গতকাল জালটি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম উত্তর কোনে সীমানা প্রাচীরের বাইরে কমল দাসের বাড়ির সামনে জলটি রক্ষিত ছিলো। রাতের কোনো সময়ে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা শংকরের বেড় জালে আগুন দিয়ে সম্পুর্ন জাল রিক্সাভ্যান সহ পুড়ে দেয়।
শংকর ও তার পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। তাদের বার বার জিজ্ঞাসা তারা কি করে চলবে কি করে তাদের কিস্তির ঋণ পরিশোধ করবেন।

শংকরের সাথে থাকা অন্যান্য দরিদ্র জেলেরা জানান শংকরের সাথে জাল দিয়ে মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন । এ অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের প্রতি সবিনয় অনুরোধ রইল।

error: Content is protected !!