আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বর্নের বার ছিনতাইয়ের অভিযোগে ফেনীতে গোয়েন্দা পুলিশের ওসি সহ ৬ পুলিশ সদস্যকে আটক

আপডেট : আগস্ট, ১১, ২০২১, ৬:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার>>>ওমর আলম

ফেনীতে চট্টগ্রামের এক ব্যবসায়ীর ১৫টি স্বর্ণের বার ডাকাতির অভিযোগে গোয়েন্দা পুলিশের ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া তিনজন এসআই ও দুইজন এএসআইসহ মোট ছয়জনকে আটক করেছে জেলা পুলিশ প্রশাসন।
স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় অভিযুক্তদের কাছ থেকে ১৫ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আগে রবিবার (৮ আগস্ট) বিকালে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ঐ ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয়ে স্বর্ণের বারগুলো ডাকাতি করেন অভিযুক্তরা।
মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে অভিযুক্তদের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করলে ঘটনা জানাজানি হয়।
গ্রেপ্তারকৃতরা অন্য অফিসাররা হলেন, ফেনী ডিবির এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতি. পুলিশ সুপার মইনুল হোসেন ও ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দীন।

error: Content is protected !!