
অফিস ডেস্ক>>>
ফেনীতে শনিবারের ঘটনা পরিদর্শণে ফেনীতে এলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
তিনি ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে ফেনীতে এসেই প্রথমে সাম্প্রদায়ীক হামলায় ক্ষতিগ্রস্থ হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরগুলো পরিদর্শন করেন।
সাংবাদিকদের জবাবে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের, ভবিষ্যতেও সেই সম্পর্ক বজায় থাকবে। বাংলাদেশ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে এগুচ্ছে। বাংলাদেশের মঙ্গল কামনা করে সবসময় ভারত। এসময় তিনি হামলা সম্পর্কে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি সুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।