
স্টাফ রিপোর্টার>>>আনোয়ার হোসেন
গ্রাহকের টাকা আত্মসাৎ করার দায়ে ৩০ বছরের কারাদণ্ডে দন্ডিত সোশ্যাল ইসলামি ব্যাংক কর্মকতা`হাসান মোহাম্মদ রাশেদ। নোয়াখালী জেলা জজ আদালত বিচারক এন এম মোরশেদ খান এই আদেশ দেন একই সঙ্গে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন তিনি। ফেনী সোশ্যাল ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় গ্রাহক রিজিয়া সুলতানা জমা কৃত ১৭ লাখ টাকা উঠিয়ে আত্বশাধ করেন গ্রহকের অভিযোগের ভিত্তিতে ব্যাংকের উর্ধতন কর্মকর্তা মামলা দায়ের করেন দুদুক মামলার তদন্ত শুরু করেন এবং সত্যতা খুঁজে পান পরে আদালতে রিপোট পেশ করেন।দন্ডপ্রাপ্ত আসামি ফেনী দাগুনভুইয়া গজারিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে।