
স্টাফ রিপোর্টার>আনোয়ার হোসেন
বিয়ের প্রলোভন দেখিয়ে শরীফ উদ্দিন বাবলু (২৭) নামের এক পুলিশ কর্মকর্তা একাধিকবার ধর্ষণ করেন এক নারীকে। নারী বাদি হয়ে ফেনী মডেল থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন। মডেল থানার ওসি নিজাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।
তথ্য অনুসন্ধানে জানা যায়। মীরেরশরাই জোরার গন্জ উপজেলার ঐ নারীর সাথে সম্পর্ক গড়ে উঠে পুলিশ কর্মকর্তা বাবলুর। সম্পর্কের এক পর্যায়ে ঐ তরুনীকে ফেনী মহিপালে এক হোটেলে একাধিক বার বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন বাবলু।পরে তরুনী বিয়ের জন্য চাপ দিলে বাবলু বিয়ে করতে অনিহা প্রকাশ করে। পরে মামলা করতে বাদ্য হয় তরুনী। অভিযুক্ত বাবলু ছাগলনাইয়া উপজেলা জামতলার বাসিন্দা।