আজ

  • মঙ্গলবার
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যাকারী ফেনীর সেই স্বামীর মৃত্যুদন্ড

আপডেট : অক্টোবর, ২১, ২০২১, ৬:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্ট >>> আনোয়ার হোসেন

ফেনীতে, ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বামী ওবায়দুল হক টুটুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফেনীর জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যু দণ্ডপ্রাপ্ত টুটুল ফেনী শহরের বারাহিপুর এলাকার গোলাম মাওলা ভূঁঞার ছেলে।

রায়ের পর মামলার বাদী গৃহবধূর বাবা সাহাব উদ্দিন জানান, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর করা হোক এখন এটাই প্রত্যাশা। আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, একমাত্র আসামির ১৬৪ ধারায় জবান বন্দির উপর ভিত্তি করে রায় ঘোষণা করা হয়েছে। আমরা এ রায়ে ক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে গত বছরের ১৫ এপ্রিল ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যা করে ওবায়দুল হক টুটুল। ওইদিনই তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

১১ নভেম্বর মামলার একমাত্র আসামি টুটুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দেন ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন। ১৫ ডিসেম্বর চার্জ গঠনের পর চলতি বছরের ১৩ জানুয়ারি শুরু হয় স্বাক্ষ্য গ্রহণ। মামলায় ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়। ১৯ অক্টোবর আলোচিত এ হত্যা মামলার যুক্ততর্ক উপস্থাপন করেন পিপি হাফেজ আহাম্মদ ও বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু। আসামি পক্ষে যুক্তিতর্কে অংশ নেন অ্যাডভোকেট আবদুস সাত্তার। যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার টুটুলের মুত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

error: Content is protected !!