আজ

  • সোমবার
  • ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একনেক সভায় “বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্প” অনুমোদন

আপডেট : মার্চ, ২৭, ২০২২, ৮:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন:

গতকাল ২২ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’র (একনেক) সভায় ফেনী’র সোনাগাজীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক প্রস্তাবিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্প, (সোনাগাজী, ফেনী) অনুমোদন দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০২১-২২ অর্থ বছরের ১২তম একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। কৃষি মন্ত্রনালয়ের আওতায় বিএডিসি’র মাধ্যমে সম্পূর্ণরূপে জিওবি’র অর্থায়নে ৪৩৮.৯৩৯১ লক্ষ টাকা ব্যায়ে আগামী সাড়ে চার বছরে প্রকল্পটি বাস্তবায়িত হবে। খামারটি ফেনী জেলা শহর থেকে প্রায় ৩০ কি.মি দূরত্বে সোনাগাজী উপজেলার চরদরবেশ মৌজায় ছোট ফেনী নদীর পাশে মনোরম পরিবেশে অবস্থিত। এ বিষয়ে প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব আনন্দ চন্দ্র দাস প্রকল্পটি অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন- কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা, কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ. মান্নান, কৃষি সচিব জনাব মোঃ সায়েদুল ইসলাম, বিএডিসি’র চেয়ারম্যান জনাব এএফএম হায়াতুল্লাহ সহ কৃষিমন্ত্রনালয়, পরিকল্পনা কমিশন, বিএডিসি’র উর্ধতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন খাদ্য নিরাপত্তা, দরিদ্র বিমোচন, উপকূলীয় অঞ্চলের জনগনের জীবন মান উন্নয়ন ও ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীর বিশেষকরে নারীদের কাজের সুযোগ সৃষ্টিতে খামারটি ভূমিকা রাখবে। তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন, মানবতার জননী এবং কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান।

এই বিষয়ে ফেনী’তে কর্মরত বিএডিসি’র উপপরিচালক জনাব সৈয়দ সারোয়ার জাহান এর সাথে যোগাযোগ করা হলে তিনি অবহিত করেন যে, প্রকল্পটি বিএডিসি’র দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। এই খামার স্থাপনের জন্য সোনাগাজীর চরদরবেশ এলাকার জনগন স্বতঃস্ফূর্তভাবে তাদের জমি দেয়ার অঙ্গীকার করেন। স্থানীয় ভূমি অফিস, উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের সকল পর্যায় থেকে আন্তরিক সহযোগীতা পাওয়া গেছে এবং ফেনী-২ ও ফেনী-৩ আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগীতা প্রদান করেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন প্রকল্পটি বাস্তবায়িত হলে বীজ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিসহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা সমূহে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু ফসলের জাত সমূহ বিশেষকরে তৈল ও ডাল জাতীয় ফসলের স্বল্প মেয়াদী, উচ্চ ফলনসীল বীজ কৃষক পর্যায়ে বিতরণ ও সম্প্রসারন জোরদার করা সহজ হবে। তিনি আরো জানান এই প্রকল্পটি হবে আধুনিক কৃষি বৈচিত্রের এক অনন্য দৃষ্টান্ত যা শুধুমাত্র কৃষি’র অগ্রযাত্রায়ই ভূমিকা রাখবে না বরং অচিরেই এলাকার জনগনের আর্ত-সামাজিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখবে।

error: Content is protected !!