আজ

  • রবিবার
  • ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান তাহেরকে এক সঙ্গীসহ আটক।

আপডেট : নভেম্বর, ২, ২০১৯, ৯:২৬ পূর্বাহ্ণ

ওমর আলম>>> স্টাফ রিপোর্টার
ফেনীতে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান তাহেরকে এক সঙ্গীসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার রাতে শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডাকাত দলের প্রধান তাহের (২৮) নোয়াখালী সুধারাম এলাকার মানিক মিয়ার ছেলে। তার সঙ্গী জয়নাল আবেদিন (৩৮) ভোলা জেলার চরফ্যাশনের সুলতান আহমেদের ছেলে ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ফেনী জেলা ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরিদর্শক রঞ্জিত বড়ুয়া বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে একদল ডাকাত শহরের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। টের পেয়ে ডাকাতদের বাকী সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত দলের প্রধান তাহের ও সঙ্গী জয়নালকে আটক করে পুলিশ। তাদের ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় এলজি, ১০রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

error: Content is protected !!