আজ

  • শুক্রবার
  • ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী সদর উপজেলার শর্শদীতে খালের উপর ১২ দোকান গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

আপডেট : অক্টোবর, ১০, ২০১৮, ৮:০০ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>তুহিন
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুরে খালের উপর অবৈধভাবে নির্মিত দোকানঘর গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নুরের জামান চৌধুরী অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাস জায়গায় খালের উপর দোকানঘর নির্মাণ করে কতিপয় লোকজন। এতে বর্ষাকালে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গতকাল আবুপুর বাজারে হানা দেয় ভ্রাম্যমান আদালত ৮টি পাকা ও ৪টি কাঁচা দোকানঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এসময় সাইদুল হক (৩৫), মজিবুল হক (৪৫), মো: আবদুল আলী (৩৫) ও মো: ইসমাইল (৪০) নামের ৪ ব্যক্তিকে বিভিন্ন পরিমাণ অর্থদন্ড করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো: নুরের জামান চৌধুরী জানান, সরকারি খাস জমি, নদী-খাল দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!