আজ

  • মঙ্গলবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আদালত থেকে বের হওয়ার পর ছাত্রদল নেতাকে তুলে নেয়ার অভিযোগ

আপডেট : অক্টোবর, ১২, ২০১৮, ১:৪২ পূর্বাহ্ণ


স্টাফ রিপোর্টার>>> রাসেল
আদালত থেকে বের হওয়ার পর ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। 
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উচ্চ আদালত থেকে মোটরসাইকেলযোগে বের হওয়ার পর নয়নকে একটি সাদা পোশাকে কয়েকজন মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি আমিনুর রহমান আমিন এ তথ্য জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি আমিনুর রহমান আমিন জানান, হাইকোর্ট থেকে হাজিরা দিয়ে বাসায় ফেরার জন্য বের হন নয়ন। এ সময় নয়নকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। অবিলম্বে এই ছাত্রদল নেতার সন্ধান ও মুক্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সর্দার যুগান্তরকে বলেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।
উল্লেখ্য, ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে দেড় শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। বিগত দুদফা আন্দোলনে বেশ কয়েকবার গ্রেফতার হয়ে তিনি কারাভোগও করেন।

error: Content is protected !!