আজ

  • শুক্রবার
  • ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমির খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ! তথ্য-প্রযুক্তি মামলায়

আপডেট : অক্টোবর, ২১, ২০১৮, ৫:১৮ অপরাহ্ণ


সালাহ্উদ্দিন মজুমদার>>>

তথ্য-প্রযুক্তি আইন দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া।
চট্টগ্রামের কোতোয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় ৭ অক্টোবর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ওইদিন আদালতে আত্মসমর্পণ করে আমির খসরু মাহমুদ চৌধুরী ফের জামিনের আবেদন করেন। এ সময় আদালত ২১ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কোতোয়ালী থানায় আমির খসরু বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

error: Content is protected !!